সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত আমিরাতি দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আমিরাতের প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন।
দণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে চলমান আন্দোলনের সমর্থনে আমিরাতে কর্মসূচিতে অংশ নেন। এতে দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার করে বিচার শেষে দণ্ড দেওয়া হয়।
২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করার জন্য বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল।
আমিরাতি দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে মুক্তি দিয়ে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি এটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও প্রমাণ।
উল্লেখ্য, এর আগেও সংযুক্ত আরব আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছিল। এসব উদ্যোগ আমিরাতের মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মহানুভবতা ও উদারতার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।







