ইসরাইলের সমর্থনে একটি নাশকতাকারী গোষ্ঠী ইরানে প্রবেশ করে নাশকতা চালাতে পারে—এমন তথ্য ইরানকে জানিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা। তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি (MIT) ওই ইসরাইলপন্থী গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করার পর ইরানের নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে এবং সম্ভাব্য বড় ধরনের নাশকতা প্রতিহত করতে সক্ষম হয়। তুরস্কের কয়েকজন সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এ দাবি করেছেন।

এদিকে ইরানে চলমান বিক্ষোভে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের সাবেক গোয়েন্দা প্রধান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দিতে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে জড়িত রয়েছে।
তবে এসব দাবির বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান ও তুরস্ক কর্তৃপক্ষও এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।







