ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম নেকাব ইস্যুতে এক বিএনপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, নেকাব নিয়ে বিএনপি নেতার ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। মুসলিম নারীর নেকাব কোনো সাধারণ পোশাক নয়—এটি ঈমানি পরিচয়ের অংশ, শরিয়তসম্মত ইবাদতের অন্যতম রূপ ও শালীনতার প্রতীক। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট নির্দেশ দিয়েছেন— “হে নবী! বিশ্বাসী নারীদের বলো, তারা যেন নিজেদের চাদরের অংশ নিজেদের ওপর টেনে নেয়” (সুরা আহযাব, ৩৩:৫৯)।
তিনি আরও বলেন, বিএনপি নেতার এই জঘন্য মন্তব্য শুধু ইসলামী শরিয়তের পরিপন্থী নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকার হরণ করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। বাংলাদেশের সংবিধানের ৪১(১)(ক) ধারা ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে, আর আন্তর্জাতিক মানবাধিকার সনদের ICCPR Article 18–এও ধর্মীয় অনুশীলন ও প্রকাশের পূর্ণ স্বাধীনতা স্বীকৃত।
শিবির সভাপতি বলেন, ইসলামের বিধানকে বিদ্রূপ করা কখনো দায়িত্বশীল রাজনৈতিক আচরণ হতে পারে না। বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে কটাক্ষ ও বিদ্রূপ বন্ধ করার আহ্বান জানান তিনি।







