২০২৫ সালে ভারতে অন্তত ৫০ জন মুসলিম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে সাউথ এশিয়ান জাস্টিস কাউন্সিলের (এসএজেসি) ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার। প্রতিবেদনে বলা হয়েছে, এসব হত্যাকাণ্ডের একটি বড় অংশ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনী ও হিন্দুত্ববাদী চরমপন্থীদের হাতে।
তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২৩ জন মুসলিম ভারতের পুলিশ, সশস্ত্র বাহিনী কিংবা অন্যান্য রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় দুইজন শিশু নিহত হওয়ার তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। অপরদিকে, হিন্দুত্ববাদী চরমপন্থীদের সহিংসতায় নিহত হয়েছেন আরও ২৭ জন মুসলিম।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হিন্দুত্ববাদী চরমপন্থীদের ধারাবাহিক সহিংসতা, হুমকি ও নির্যাতনের শিকার হয়ে অন্তত দুইজন মুসলিম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এসব ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
এসএজেসি বলছে, বিচারবহির্ভূত হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতার এসব ঘটনা ভারতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে। সংগঠনটি এসব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।







