হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর বহুল প্রত্যাশিত বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো ফল আসেনি। বুধবার লাঞ্চের সময় প্রায় একান্ত পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। হোয়াইট হাউস একে শিষ্টাচারমূলক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে।
মাচাদো ও তার সমর্থকদের প্রত্যাশা ছিল, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় রাজনৈতিক পরিবর্তনের পক্ষে আগের মতো সক্রিয় ভূমিকা নেবে। তবে বৈঠকের পর এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং ট্রাম্প প্রশাসন বর্তমানে ভেনেজুয়েলার কার্যনির্বাহী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করতেই বেশি আগ্রহী বলে সংকেত দিয়েছে।

সূত্রগুলো জানায়, ট্রাম্প প্রশাসনের মূল মনোযোগ এখন ভেনেজুয়েলাকে কেন্দ্র করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং তেল ও অর্থনৈতিক চুক্তি এগিয়ে নেওয়ার দিকে। এর ফলে দেশটির রাজনৈতিক রূপান্তর ও বিরোধী নেতৃত্বের দাবিগুলো অগ্রাধিকার তালিকায় পিছিয়ে পড়েছে।







