সবার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে তিনি ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করেন—আমিন। তিনি আরও বলেন, অন্যের প্রতি সম্মান প্রদর্শন করলে আল্লাহ তায়ালাও সম্মান বৃদ্ধি করে দেন, ইনশাআল্লাহ।
এদিকে তার এই পোস্টটি প্রকাশের মাত্র ৫০ মিনিটের মধ্যেই ১০ হাজারের বেশি মন্তব্য পড়েছে বলে জানা গেছে।
মন্তব্যের ঘরে খারিদ সাইফুল্লাহ মহিউদ্দিন নামে একজন লিখেছেন, অনেকেই খুশি হয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দু’পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। লাভবান হয়েছে তৃতীয় পক্ষ। জীবদ্দশায় হয়তো ইসলামী দলগুলোর ঐক্য দেখে যাওয়া সম্ভব হবে না।
অন্যদিকে মো. এনামুল ইসলাম নামে আরেকজন মন্তব্যে লেখেন, সবাই মিলে সুন্দর একটি আওয়াজ তুলছিলেন, কিন্তু শেষটা আর সুন্দর হলো না।







