ঢাকা মহানগরীর ৭৫ নম্বর ওয়ার্ডের (দাসেরকান্দি) ইসলামী আন্দোলনের সভাপতি গাজী নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আক্তার হোসেন, কাজী খালেদ হোসেনসহ মোট ১০ জন নেতাকর্মী ইসলামী আন্দোলন চরমোনাই ত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী কবির আহমদ। তিনি নবাগত নেতাকর্মীদের সংগঠনে স্বাগত জানান এবং জামায়াতে ইসলামীর আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে কবির আহমদ বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন নেতাকর্মীদের এই যোগদান সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যোগদানকারী নেতাকর্মীরাও জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।







