বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে বা স্বাধীনতাবিরোধী অবস্থান নেয়, তাদের সঙ্গে তিনি এক কাতারে নামাজ পড়তেও আগ্রহী নন। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে, তাদের সঙ্গে তিনি চলতেও চান না, একই কাতারে বসে নামাজও পড়তে চান না। তিনি দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হলেও সেটিকে বানচাল করার জন্য স্বাধীনতাবিরোধী শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে।
তিনি বলেন, কথা বলার অধিকার আদায়ের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা টানা ১৭ বছর রাজপথে আন্দোলন করেছেন, মিছিল করেছেন এবং কারাবরণ করেছেন। অথচ এখন অনেকেই সেই ত্যাগ ও সংগ্রাম স্বীকার করতে চান না। তাদের কেউ কেউ মনে করেন, খুব অল্প সময়ের মধ্যেই এসব অর্জন হয়ে গেছে।
মির্জা আব্বাস আরও বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে স্বীকার করতে চান না, তারা রাজাকার ও পাকিস্তানপন্থি শক্তি ছাড়া আর কিছু নয়। তার মতে, স্বাধীনতা একবারই আসে এবং তা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই অর্জিত হয়েছে। ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে কোনো ধরনের বিভ্রান্তি বা ইতিহাস বিকৃতি মেনে নেওয়া হবে না।







