বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এক মুসলিম শ্রমজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলাউদ্দিন (৩৬)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার প্রতিবাদে শুক্রবার মুর্শিদাবাদ জেলায় রেললাইন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর প্রকাশ করেছে ইটিভি ভারত।
পরিবার জানায়, প্রায় পাঁচ বছর আগে জীবিকার সন্ধানে ঝাড়খণ্ডে যান আলাউদ্দিন। সেখানে তিনি ফেরিওয়ালার কাজ করতেন। সম্প্রতি বিভিন্ন এলাকায় ফেরি করতে গিয়ে তাকে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছিল। এমনকি নিজের ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড দেখালেও স্থানীয় উগ্রবাদীরা তা মানতে অস্বীকৃতি জানায়।
পরিবারের অভিযোগ, কয়েক দিন ধরেই আতঙ্কের মধ্যে ছিলেন আলাউদ্দিন। বুধবার রাতে ফোনে পরিবারের সদস্যদের কাছে প্রাণনাশের আশঙ্কার কথা জানান তিনি। এর পরদিনই তার মৃত্যুর খবর আসে।
নিহতের স্বজনদের দাবি, তারা যে ছবি পেয়েছেন তাতে আলাউদ্দিনকে ফাঁস দেওয়া অবস্থায় বসে থাকতে দেখা যায়। তাদের মতে, এটি আত্মহত্যা নয়; প্রথমে তাকে হত্যা করা হয়েছে, পরে প্রমাণ লোপাটের জন্য গলায় ফাঁস দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে অনুপ্রবেশকারী বিতর্কের নামে ভারতে মুসলিম শ্রমজীবীদের ওপর সহিংসতা ও জাতিগত বিদ্বেষের বিষয়টি নতুন করে সামনে এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।







