নির্বাচন কমিশনের সামনে বিএনপির এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগকারীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে রাজধানীর নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিকেলের দিকে কয়েকজন ব্যক্তি শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগকারী ইয়াজদায়িনকে ধাওয়া করেন। ধরে ফেলেই তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন তারা। একপর্যায়ে ইয়াজদায়িন রাস্তায় পড়ে গেলে তাকে এলোপাতাড়ি লাথি মারা হয়।

ঘটনার সময় আশপাশে থাকা পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ইয়াজদায়িনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুক্রবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সপ্তম দিনের আপিল শুনানি চলছিল। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানির মধ্যেই নির্বাচন কমিশন ভবনের সামনে এ মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় কারা জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।







