চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ মো. জাহিদুল হকের আদালত এ আদেশ দেন।
সকাল পৌনে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়। এ উপলক্ষে পুরো আদালতপাড়া নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়। আদালত ভবনের চারপাশে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।
সকাল সাড়ে ৮টার দিকে আদালত ভবনের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও সংবাদমাধ্যমকর্মীদের পরিচয়পত্র যাচাই করে আদালত এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর টহল দল আদালত ভবন এলাকায় এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
মামলার অভিযোগপত্রে মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হলেও তাদের মধ্যে ১৬ জন এখনো পলাতক রয়েছেন।
এর আগে গত ৭ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় সংঘর্ষের একপর্যায়ে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।







