জাতীয় নির্বাচনকে ঘিরে জারি করা অন অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। ফলে আগের নিয়ম অনুযায়ী পুনরায় অন অ্যারাইভাল ভিসা প্রদান শুরু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশে আগমনেচ্ছু বিদেশি নাগরিকরা এখন বিমানবন্দরেই অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন।
এর আগে জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে এবং এ সময় বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহের অনুরোধ জানানো হয়েছিল।







