আগামী ২৫ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের নির্দিষ্ট এলাকা, পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় যানবাহনে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকা এবং এর উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার জুড়ে—স্কলাসটিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত—এই আইন কঠোরভাবে কার্যকর করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।







