সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতায় দেশজুড়ে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, চলতি মাসে সংঘটিত দাঙ্গা ও সহিংস ঘটনাগুলোকে সরকার “সন্ত্রাসী অভিযান” হিসেবে বিবেচনা করছে।
সরকারি হিসাবে, এসব সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে রয়েছে ৩০৫টি অ্যাম্বুলেন্স ও বাস, ২৪টি গ্যাস স্টেশন, ৭০০টি কনভিনিয়েন্স স্টোর, ৩০০টি ব্যক্তিগত বাড়ি, ৭৫০টি ব্যাংক, ৪১৪টি সরকারি ভবন, ৭৪৯টি পুলিশ স্টেশন, ১২০টি বসিজ নিরাপত্তা বাহিনীর কেন্দ্র, ২০০টি স্কুল, ৩৫০টি মসজিদ, ১৫টি লাইব্রেরি, ২টি আর্মেনিয়ান চার্চ, ২৫৩টি বাস স্টেশন, ৬০০টি এটিএম বুথ এবং প্রায় ৮০০টি ব্যক্তিগত গাড়ি।

আব্বাস আরাঘচি জানান, এসব সহিংস ঘটনায় মোট নিহত হয়েছেন ৩ হাজার ১১৭ জন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন ২ হাজার ৪২৭ জন। অপরদিকে, সরকার যাদের “সন্ত্রাসী” হিসেবে চিহ্নিত করেছে, তাদের নিহতের সংখ্যা ৬৯০ জন।
পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই সহিংসতা ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।







