ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৈঠকে বসেছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শুক্রবার অনুষ্ঠিত এই আলোচনাকে মস্কো ও কিয়েভের মধ্যে প্রথম প্রকাশ্য সরাসরি বৈঠক হিসেবে দেখা হচ্ছে। আলোচনায় ইউক্রেনের ভূখণ্ড নিয়ে রাশিয়ার দাবিই প্রধান ইস্যু হিসেবে গুরুত্ব পাচ্ছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনার।
যদিও বৈঠকের আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
এর আগে দাভোসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এই বৈঠককে যুদ্ধ বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধের মূল সংকট এখন ভূখণ্ড বণ্টনকে ঘিরে। এ ক্ষেত্রে কেবল ইউক্রেন নয়, রাশিয়াকেও সমঝোতার মানসিকতা দেখাতে হবে।
রাশিয়ার দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ২৫ শতাংশ এলাকা ছেড়ে দিতে হবে, যা বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ইউক্রেন দনবাস অঞ্চলে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শর্তসাপেক্ষে সেনা প্রত্যাহারের বিনিময়ে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা চাচ্ছে কিয়েভ।
এই বৈঠকের ফলাফল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।







