আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন— এমন সকল মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক।
শুক্রবার (২৩ জানুয়ারি) হাতিয়া উপজেলার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল হান্নান মাসুদ বলেন, আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা হলো সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব। যারা এসব অপকর্মের সঙ্গে যুক্ত নন, এমন সৎ ও যোগ্য মানুষদের ১০ দলীয় জোটে যুক্ত হয়ে দেশ ও জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে হাতিয়ায় প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন, অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজসহ ১০ দলীয় জোট ও স্থানীয় পর্যায়ের নেতারা।







