অবশেষে গুঞ্জন সত্যি হলো—আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নেবে স্কটিশরা।
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ শুরু থেকেই অনড় ছিল। নানা চাপ সত্ত্বেও আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে ব্যর্থ হয়ে আইসিসি আল্টিমেটাম দেয়। তবে বিসিবি সেই আল্টিমেটামও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ইতিবাচক জবাব না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি।
এই পরিবর্তনের ফলে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’-তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। তারা কলকাতায় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে। প্রাথমিক পর্বে শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।






