ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আফগানিস্তানে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অপমানজনক। শুক্রবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্টারমার বলেন, ন্যাটো সেনাদের অবদান খাটো করে দেখানো ট্রাম্পের বক্তব্য শুধু অপমানজনকই নয়, বরং স্বাভাবিকভাবেই তা উদ্বেগজনক। এ ধরনের মন্তব্যের জন্য মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
তিনি আরও বলেন, “আমি যদি এমন কোনো ভুল মন্তব্য করতাম, তাহলে অবশ্যই ক্ষমা চাইতাম।”
এ সময় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে স্টারমার বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে শুক্রবার ব্রিটিশ সরকার জানায়, আফগানিস্তানে ন্যাটো সেনারা ফ্রন্টলাইন এড়িয়ে গেছে—ট্রাম্পের এমন দাবি ‘ভুল’।
উল্লেখ্য, বৃহস্পতিবার ট্রাম্প মন্তব্য করেন, আফগানিস্তানে যুদ্ধের সময় ন্যাটো সেনারা সামনের সারি থেকে কিছুটা পিছিয়ে, দূরে অবস্থান করেছিল।
২০০১ সালে ৯/১১ সন্ত্রাসী হামলার পর ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা প্রয়োগের মাধ্যমে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয় যুক্তরাজ্যসহ একাধিক মিত্র দেশ। ওই সংঘাতে ৪৫৭ জন ব্রিটিশ সেনা নিহত হন।







