নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মনে হয়, এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে থাকা উচিত। এতে দীর্ঘমেয়াদে পাকিস্তানই উপকৃত হবে।’
রানা সানাউল্লাহ মনে করেন, বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তবে তিনি বলেন, ‘আমরা হয়তো কম অর্থ পাব, কিন্তু কম অর্থেও আমরা চলতে পারব। আজ যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায়, এর প্রভাব হবে সুদূরপ্রসারী।’
তিনি আরও বলেন, ১৯৭১ সালের পর দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থন সেই ব্যবধান কমাতে সহায়ক হতে পারে। তার ভাষায়, ‘এতে আমরা সম্পর্কের একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে পারি, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ দুই ভাইয়ের মতো থাকবে।’
পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএল–এন) এই প্রভাবশালী নেতা জানান, পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ীই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে দেশে নেই। তিনি দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
সূত্র: জিও নিউজ






