চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফি মন্তব্য করেছেন যে, আল-কায়েদা, আইসিস ও হামাস ইসলামের জন্য ক্ষতিকর। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনি সভায় তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। সবাই মুসলমানদের চেনে এবং সম্মান করে। কিন্তু আমাদের মধ্য থেকেই যখন কেউ ধর্ম ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টি করে, তখন ইসলামের প্রকৃত আবেদন আর মানুষের কাছে পৌঁছায় না। এর ফলে পবিত্র ধর্মের ডাক বোঝা কঠিন হয়ে পড়ে এবং মানুষ শয়তানের ডাক ও ইসলামের ডাকের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলে।
রাফি আরও বলেন, শয়তান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবে, তবে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে মা-বোনদের শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন বলতে না পারে আমাদের মা-বোনেরা দুর্বল।
উক্ত সভায় তার এই মন্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে রুবাইত ইবনে হারুন রাফিকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।







