চট্রগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, একটি চিহ্নিত অশুভ চক্র নির্বাচনকে সামনে রেখে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।
অভিযোগ উঠেছে যে, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল এবং কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়কের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ফারুক ও সাখাওয়াত হোসেন মিশু এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। স্থানীয়দের দাবি, ফারুক এলাকায় ইয়াবা কারবার ও চাঁদাবাজির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বর্তমানে নির্বাচনের আগে তারা নতুন করে সংঘবদ্ধ হয়ে অবৈধ অস্ত্রের মজুদ ও সরবরাহ শুরু করেছে।
সাধারণ ভোটারদের ভাষ্য অনুযায়ী, এই চক্রটি এলাকায় প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনকে প্রভাবিত করা। অনুসন্ধানে জানা গেছে, ফারুক ও মিশু সিন্ডিকেটটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ অস্ত্রের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এই অস্ত্রগুলো নির্বাচনের সময় ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহল মনে করছেন, এটি একটি গুরুতর রাষ্ট্রবিরোধী অপরাধ এবং গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার ওপর সরাসরি আঘাত।
এলাকায় এমন থমথমে পরিস্থিতির কারণে সাধারণ মানুষ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত এই চক্রের অস্ত্র উদ্ধার এবং ফারুক ও মিশুর মতো অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।







