নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংগঠনিক কাজ শেষে বাড়ি ফেরার পথে জামায়াতে ইসলামীর এক বয়স্ক নারী কর্মীকে পথরোধ করে হেনস্তা ও অশালীন ভাষায় কটাক্ষ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারী সোনাইমুড়ী পৌরসভার একজন সক্রিয় জামায়াত কর্মী। সোনাইমুড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেনের নেতৃত্বে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই নারী কর্মী তার নিয়মিত দাওয়াত ও সাংগঠনিক দায়িত্ব পালন শেষে ফিরছিলেন। পথে মোশাররফ হোসেন ও তার সাথে থাকা কতিপয় যুবক ওই নারীর গতিরোধ করে। এসময় মোশাররফের অনুসারী এক যুবক ওই নারীকে লক্ষ্য করে অবমাননাকর ভাষায় প্রশ্ন করে, “আপনাদের মহিলাদের কিয়ের রাজনীতি?” একজন মুরুব্বি ও পর্দানশীন নারীর সাথে এমন কুরুচিপূর্ণ আচরণ এবং রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তোলার ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ঘটনার পর থেকে সোনাইমুড়ীর সাধারণ জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু একজন বয়স্ক এবং পর্দানশীন নারীর সম্মানহানি করা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই ঘটনাকে ‘রাজনৈতিক বর্বরতা’ হিসেবে উল্লেখ করে সুশীল সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সারাদেশে ধারাবাহিকভাবে জামায়াত কর্মীদের ওপর বিএনপির উগ্রবাদ ও হেনস্তা বেড়ে চলেছে। একজন বয়স্ক নারীও আজ তাদের নোংরা রাজনীতি থেকে রেহাই পাচ্ছেন না। তারা অবিলম্বে অভিযুক্ত মোশাররফ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।







