গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক দূর করতে জেলায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির একটি বিশেষ দল জেলা সদরে পৌঁছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব গ্রহণ করেছে। গত কয়েক দিনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা ও দায়রা জজের বাসভবন এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাতের আঁধারে ককটেল নিক্ষেপের ঘটনার প্রেক্ষিতে শহরের নিরাপত্তা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অতীতের রাজনৈতিক সহিংসতা এবং ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলার ঘটনা বিশ্লেষণ করে এবার ভিন্নধর্মী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগে ও ভোটের দিন কোনো ধরনের নাশকতা বা সহিংসতা যেন না ঘটে, সেটি নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।
বিজিবির টুআইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানান, গোপালগঞ্জ সদরসহ কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় বিজিবি সদস্যরা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।







