পটুয়াখালীর বাউফলে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ সংঘর্ষ ঘটে। এতে আপন দুই চাচাতো ভাই আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন— জামায়াতে ইসলামীর কর্মী সিফাত চৌকিদার এবং বিএনপি সমর্থক সুজন চৌকিদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারি ওই বাড়িতে নির্বাচনী প্রচারণায় গেলে জামায়াত কর্মী সিফাত তাকে লক্ষ্য করে কটুক্তি করেন। এ সময় বিএনপি সমর্থক সুজন এর প্রতিবাদ জানালে উত্তেজনার সৃষ্টি হয়। উপস্থিতরা তখন পরিস্থিতি শান্ত করলে বিএনপি নেতা বেল্লাল ব্যাপারি সেখান থেকে চলে যান।
তবে কিছুক্ষণ পর সিফাত ও সুজনের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সুজনের ওপর হামলা চালায়। পরে সুজনের পক্ষ নিয়ে স্থানীয়রা পাল্টা আক্রমণ করলে সিফাতও আহত হন। বর্তমানে তারা উভয়ই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছেন। বিষয়টি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







