ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের বিরুদ্ধে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীর ‘ভুয়া’ পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে। নিজেকে এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র হিসেবে দাবি করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মিল্টন বিভিন্ন সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুকৌশলে নিজেকে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র হিসেবে জাহির করে আসছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
বিষয়টি নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সত্যতা যাচাইয়ে মাঠে নামে। তারা বিদ্যালয়ের সংরক্ষিত মূল রেজিস্টার, শিক্ষার্থীদের নথি এবং অ্যালামনাই ডাটাবেজ গভীরভাবে পর্যালোচনা করে। দীর্ঘ অনুসন্ধানের পর সংগঠনটি নিশ্চিত করেছে যে, শফিকুল ইসলাম খান মিল্টন নামের কোনো ব্যক্তি কখনোই মনিপুর স্কুলের কোনো ব্যাচের শিক্ষার্থী তালিকায় ছিলেন না। এই মিথ্যাচারকে প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সংসদ সদস্য পদপ্রার্থী এবং দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করা অত্যন্ত অনৈতিক ও দুঃখজনক। বিশেষ করে যেখানে তিনি নিজেই নির্বাচনী হলফনামায় নিজেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার কথা ঘোষণা দিয়েছেন, সেখানে প্রকাশ্যে মনিপুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিচয় দেওয়া এক ধরনের প্রতারণা। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় ভোটার ও ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।







