জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দুই সদস্যকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ড. মো. আল আমিন প্রামাণিক ও আবু হান্নান দেলওয়ার হোসেন। আল আমিন (কাস্টমস নীতি ও আইসিটি) এবং দেলোয়ার হোসেন (কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) বিভাগের সদস্য হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার এনবিআর বোর্ড প্রশাসন এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে এনবিআরের তিন সদস্যকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে। চাকরির বয়সসীমা ২৫ বছর উত্তীর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। অবসরে পাঠানো তিন সদস্য হলেন- হোসেন আহমেদ, আবদুর রউফ এবং আলমগীর হোসেন। এছাড়া বরিশালে কর্মরত কর কমিশনার ছাব্বির আহমেদকেও বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। সম্প্রতি এনবিআর সংস্কার ইস্যু ও চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে আন্দোলন করে আসছিল এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। গত