রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা পুলিশ)।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশানের একটি বাসায় গিয়ে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে জানে আলম অপুকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।”
উল্লেখ্য, আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের পক্ষ থেকে গুলশান থানায় একটি অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে ডিবি। তদন্তের ভিত্তিতে জানে আলম অপুকে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত জানে আলম অপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হবে এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।