দক্ষিণপন্থা নামক ট্যাগ ব্যবহার করে দেশে পুনরায় ইসলামপন্থি রাজনীতির ওপর দমন-পীড়নের পাঁয়তারা চলছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এক বিবৃতিতে তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের আমলে দেশের আলেম সমাজের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তা তারা জায়েজ বানিয়ে ফেলেছিল। এখন আবার ‘দক্ষিণপন্থা’ টার্ম ব্যবহার করে একই চক্রান্ত শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই—যদি এই দক্ষিণপন্থিরাই দেশের ফ্যাসিবাদ পতন ঘটায়, তবে তাতে আপনার সমস্যা কী? ইসলামপন্থিদের বিরুদ্ধে এই কৃত্রিম ভয় দেখিয়ে জাতিকে বিভ্রান্ত করা চলবে না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী মনে করেন, দেশের মূল রাজনৈতিক সংকট ফ্যাসিবাদ, আর সেটির অবসানে সকল ধারার জনগণের ঐক্য অপরিহার্য।