সাভারে পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফেলে দেওয়া শিক্ষার্থী আস-হাবুল ইয়ামিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র জানায়, ইয়ামিনকে গুলি করার পর রাস্তায় ফেলে রেখে মৃত্যু নিশ্চিত করে চলে যায় পুলিশের এপিসি বাহিনী। ঘটনার ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে যিনি গুলি ছোঁড়েন বলে চিহ্নিত হন—তিনি এই এএসআই মোহাম্মদ আলী।
চাঞ্চল্যকর তথ্য হলো, এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় পলাতক ছিলেন এবং বিভিন্ন এলাকায় দমন-পীড়নে অংশ নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ এ হত্যার বিচার দাবি করে সোচ্চার হন।
গ্রেপ্তার হওয়া এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে বিভিন্ন পক্ষ থেকে।