চট্টগ্রামে নিজ বাসভবন থেকে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদকে। পরে চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
(অব.) জেনারেল হারুন অর রশিদ ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে দেশের প্রতিরক্ষা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনসংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।