বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হলে তা প্রত্যাখ্যান করা হবে।
সোমবার রাজধানীর পরীবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজিত ‘জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘জুলাই সনদ ঘোষণার এখনো অনেকটা সময় বাকি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষার বাইরে কোনো কিছু হলে আমরা প্রত্যাখ্যান করব। আমরা জনগণ ও বাংলাদেশের সঙ্গেই থাকব। কোনো পলিসি, আইন বাংলাদেশের বিরুদ্ধে হলে মানুষ মানবে না।’
প্রধান উপদেষ্টার উদ্দেশে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আপনার কোনো ঘোষণা যেন জনগণের স্বার্থের বাইরে না যায়। দেশের মানুষ আপনাকে যেভাবে ভালোবাসে, তাতে জনগণ চায় না আপনি বিতর্কিত ব্যক্তিতে পরিণত হোন।’
বিএনপিকে ইঙ্গিত করে ডা. তাহের বলেন, ‘একটি দল বলছে আমরা তো সংস্কারের সব মানি। সুতরাং, আমরা সনদে স্বাক্ষর করব। অবস্থা দেখে মনে হয় তারা সংস্কারের জন্য অস্থির হয়ে আছে। তারা বলছেন, আমরা সংস্কার মানি। কিন্তু জুলাই সনদকে তারা আইনি ভিত্তি দিতে চান না। সব প্রতিশ্রুতির ভেতরে থাকবে কিন্তু এটি করতে যে আইনি ভিত্তি লাগবে তারা সেটাতে রাজি নয়।’
তিনি বলেন, ‘জামায়াত ও অন্য বড় রাজনৈতিক দলগুলো বলে আসছে, সংস্কার ও বিচারের আগে নির্বাচন হবে না। নির্বাচনের আগে সবার বিচার হবে না, কিন্তু অন্তত বিডিআর হত্যাকাণ্ড, শাপলায় গণহত্যা ও জুলাই গণহত্যার বিচার করে মূল অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা সম্ভব। তা না হলে বাংলাদেশের মানুষ যেনতেন নির্বাচন মেনে নেবে না।’
ডা. তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটি নির্বাচন হয়েছে তার কিছুটা গ্রহণযোগ্যতা থাকলেও এর বাইরে গত ৫৪ বছরে একটি নির্বাচনও শতভাগ সঠিক ও সুষ্ঠুভাবে হয়নি। লুটপাট, দখল, দিনের ভোট রাতে হয়েছে। এজন্য এবার নতুন কিছু আমরা দেখতে চাই। এবার পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যেখানে টাকার ছড়াছড়ি কমে যাবে, মাস্তানি কমে আসবে, ভোট ডাকাতি থাকবে না। যারা এটার বিরোধিতা করেন, কেন করেন সেটা নিয়ে যেখানে আলোচনা করতে চান, আমরা বসতে রাজি আছি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে খেলতে দেওয়া হবে না।’
এনডিএফের সভাপতি ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. মাহমুদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।