গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শ্লোগানে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ, সাদিক কায়েম, ঢাবি সভাপতি এসএম ফরহাদসহ মহানগর নেতারা।
র্যালিতে চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের আগে ছাত্রজনতার আন্দোলনে দেয়া শ্লোগানের প্রতিধ্বনি তুলে ধরা হয়।