শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

ছাত্রদলে ছাত্রলীগ ক্যাডারদের পদ পাওয়া নিয়ে বিতর্ক

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
আগস্ট ৯, ২০২৫
A A
ছাত্রদলে ছাত্রলীগ ক্যাডারদের পদ পাওয়া নিয়ে বিতর্ক
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে সংগঠনের মধ্যে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখায় এক বছর মেয়াদি এই কমিটির অনুমোদন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

মোট ৫৯৩ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ৫০ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটিতে থাকার প্রমাণ মিলেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অভিযোগ পদবঞ্চিতদের। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তবে খোদ তদন্ত কমিটির নেতার বিরুদ্ধেও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন বঞ্চিতরা।

এদিকে কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পদবঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা সংগঠনের নেতাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, কমিটি বাণিজ্য ও রাজনৈতিক অনুপ্রবেশ ঘটানোর অভিযোগ তোলেন। অনেকের ছবি ও তথ্য দিয়ে অভিযোগ প্রমাণের চেষ্টা করেন।

আরওপড়ুন

ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন: মামুনুল হক

কমিটির বিষয়ে জিয়াউর রহমান হল শাখা ছাত্রদল একজন কর্মী বলেন, ‘রাজপথের কর্মীদের চেয়ে নেতাদের ব্যক্তিগত পছন্দের লোকই বেশি এসেছে।’

সংগঠনটির অসংখ্য নেতা-কর্মীর অভিযোগ, বছরের পর বছর ঝুঁকি নিয়ে আন্দোলন করেও তারা পদ পাননি। শেখ মুজিব হলের সাবেক কর্মী আবু তালিব বলেন, ‘‘ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে হল ছাড়তে হয়েছে, তবুও পদ পাননি। অথচ ‘জুনিয়ররা’ কমিটিতে এসেছে।’’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম মিয়া বলেন, ‘আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের অনেকের নামও এই কমিটিতে এসেছে। যারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, তারাও কমিটিতে স্থান পেয়েছে।’

স্বজনপ্রীতি ও পদবাণিজ্যের খাটানোর অভিযোগ

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত অতীতে ছাত্রলীগে সক্রিয় ছিলেন। শান্তর বাবা বগুড়ারর গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে কিছুদিন আগে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। অভ্যুত্থানের আগে শান্ত নিজে এলাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন। আওয়ামী লীগের পতনের পর শান্ত এবার ছাত্রদলে যোগ দেন। অভিযোগ রয়েছে, ‘আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি এই পদ নিয়েছেন।’

নাম প্রকাশ না করা শর্তে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের এক নেতা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি সাহস, সাধারণ সম্পাদক শিপন ও সিনিয়র যুগ্ম সম্পাদক শাওনের কাছে তদবির করে অর্থের বিনিময়ে তিনি শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক পদ বাগিয়ে নিয়েছেন। ফলে যোগ্য ও ত্যাগী কর্মীরা বঞ্চিত হয়েছে।’

এদিকে স্বজনপ্রীতির অভিযোগ, এনে ক্ষোভ প্রকাশ করেছেন স্যার এ এফ রহমান হল ছাত্রদল নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। তিনি বলেন, ‘২০২২ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে লালন করে রাষ্ট্রযন্ত্রের বুট-বুলেটের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আন্দোলন পরবর্তী বিশাল বিশাল সুযোগ সুবিধার প্রস্তাবনা পাওয়া স্বত্ত্বেও মা, মাটি, মানুষ ঘিরে নিজের আদর্শ বিক্রি করিনি।’ তিনি বলেন, ‘আজকে আমার ত্যাগ, তিতীক্ষা এবং বিশ্বস্ততার প্রতিদান দিলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, নেপোটিজম (স্বজনপ্রীতি করে নিজের আপন ছোট ভাইকে মো. মাহদীজ্জামান জ্যোতিকে আমার জায়গায় বসিয়েন। চমৎকার।’

খালেদা জিয়াকে ব্যঙ্গ করা সাবেক ছাত্রলীগ কর্মীও কমিটিতে

নতুন কমিটিতে অন্তর্ভুক্ত অনেকেরই অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এমনকি ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করা সাবেক ছাত্রলীগ কর্মীও। ইতোমধ্যে পঞ্চাশের অধিক ছাত্রদল নেওয়ার অতীত ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্যÑ শামসুন নাহার হল ছাত্রলীগের সাবেক উপ-গণযোগাযোগ সম্পাদক নিতু রাণী সাহা। তিনি হল কমিটিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

জীববিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল হাসান সৌরভ বর্তমানে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঝিনাইদহ-৪ আসনের নির্বাচনে ছাত্রলীগের সমন্বয়ক টিমের সদস্য শিবলী রহমান পাভেল এখন হাজী মুহাম্মদ মুহসীন হলের যুগ্ম আহ্বায়ক।

নাটোর-২ আসনে ছাত্রলীগের সমন্বয়ক টিমের মো. আজিজুল হাকিম বর্তমানে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক। স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এ ছাড়া বিভিন্ন হলে আরও অন্তত ৫০ জন নেতা আছেন, যাদের পূর্বে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি বা সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ থাকা রাজু শেখও পেয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়কের পদ।

ছাত্রদলের একটি সূত্র বলছে, সবচেয়ে অবাক করা বিষয় হলো গত ৫ আগস্টের পর রাজু শেখ তার ফেসুবকে এই পোস্টটি দেন। তার মতো বির্তকিত এমন একজনকে ছাত্রদলে পদ দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তবে অভিযোগ অস্বীকার করেন রাজু শেখ বলেন, ‘আমার ছবি দিয়ে ফেইক আইডি খুলে কেউ হয়তো এই পোস্ট করেছে। আমার নিজের আইডি দিয়ে আমি কোনো ধরনের পোস্ট দিইনি। আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। ৫ আগস্টের পরে আমি রাজনীতিতে এসেছি, এর আগে আমি রাজনীতিতে ছিলাম না।’

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে সহপাঠীদের দ্বারা বয়কট হওয়া এক শিক্ষার্থীকে ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে। হাজী মুহম্মদ মুহসীন হলের কমিটিতে সদস্য পদ পেয়েছেন তিনি।

কমিটি ঘোষণার পর আহমেদ জাবির নামের ওই নেতার একটি পুরোনো মন্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি লিখেছিলেন, ‘সারা বাংলায় খবর দে, এক দফার কবর দে’। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে তার একটি ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

গত বছরের ২ আগস্ট আহমেদ জাবিরকে তার বিভাগ ডেভেলপমেন্ট স্ট্যাডিজের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা বয়কট করে। এ-সংক্রান্ত বিবৃতিতে তখন শিক্ষার্থীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলকে বর্তমানে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকা ও ভবিষ্যতেও থাকার কথা ঘোষণা দেওয়ার ও পরোক্ষভাবে হামলাকারীদের পক্ষপাতিত্ব করায় আমরা বিভাগের শিক্ষার্থীরা তাকে বয়কট ঘোষণা করছি।’

অভিযোগের বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাতি গণেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের মন্তব্যের জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনকে নিয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারও বিষয়ে তথ্য গোপন রাখা বা সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ যাচাই করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

তবে খোদ তদন্ত কমিটিতে থাকা নাছির উদ্দিন শাওনের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে তোলা শাওনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তোলেন।

কমিটি নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সেখানে তারা হল ও একাডেমিক এরিয়ায় রাজনীতি চান না বলে উল্লেখ করেন এবং হলগুলোতে ছাত্রদল ও ছাত্রী সংস্থার কমিটি থাকার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘১৭ জুলাইয়ের অঙ্গীকার ছিল ক্যাম্পাসগুলোর একাডেমিক এরিয়া ও হলগুলোতে কোনো ছাত্র রাজনীতির আধিপত্য থাকবে না। কিন্তু ছাত্রদল সেই অঙ্গীকার ভঙ্গ করে হল কমিটি ঘোষণার মাধ্যমে জুলাইয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’

সম্পর্কিত খবর

ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
প্রধান সংবাদ

ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

জানুয়ারি ৩১, ২০২৬
হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন: মামুনুল হক
রাজনীতি

হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন: মামুনুল হক

জানুয়ারি ৩১, ২০২৬
হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল
বিএনপি

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল

জানুয়ারি ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আনন্দবাজারের প্রতিবেদন: ভারতকে যেসব মুচলেকা দিয়ে দেশে এসেছেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ধানের শীষ স্লোগান দিয়ে নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ টন বিস্ফোরক ঢুকলো দেশে

    0 shares
    Share 0 Tweet 0
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বুরকিনা ফাসোতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাতিল ও সকল রাজনৈতিক দল বিলুপ্ত!

বুরকিনা ফাসোতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাতিল ও সকল রাজনৈতিক দল বিলুপ্ত!

জানুয়ারি ৩১, ২০২৬
ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

জানুয়ারি ৩১, ২০২৬
হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন: মামুনুল হক

হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন: মামুনুল হক

জানুয়ারি ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০