অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
এ তথ্য নিশ্চিত করেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। মামলার বাদী ডিবি এবং তদন্ত কর্মকর্তাও ডিবির।
মামলার তদন্ত কর্মকর্তা কেএমপি ডিবির ওসি তৈমুর ইসলাম বলেন, কেএমপির ডিবির পক্ষ থেকে আমরা মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর আমরা মামলাটি দায়ের করি।
মামলার অন্য আসামিরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল এবং এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ। প্রধান আসামি এম এম মুজিবুর রহমান পলাতক রয়েছে। তাকে এবং এ মামলার অন্য আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।