একটি ভাইরাল ভিডিওতে গণহত্যার অন্যতম হুকুমদাতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীকে নিজের করা খুনের বর্ণনা দিতে দেখা গেছে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইনকে। তিনি ২৭তম ব্যাচের পুলিশ ক্যাডার এবং বর্তমানে ঢাকার ওয়ারীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত।
ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“গুলি করে করে লাশ নামানো লাগসে স্যার। গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার। বাকিরা যায়না।”
তথ্য অনুযায়ী, ২০২০ সালে মেজর সিনহা হত্যা মামলার সময় ইকবাল হোসাইন কক্সবাজারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্বে ছিলেন। আশ্চর্যের বিষয়, সেই ঘটনার পরও ২০২২ সালে তাকে ‘বীরোচিত কর্মকাণ্ডের’ জন্য বিপিএম (সেবা) পদকের জন্য মনোনীত করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং পুলিশ বাহিনীর পুরস্কার প্রদান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।