আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সূত্র জানায়, এবার ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ হোসেন এবং এজিএস পদে মহিউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শিবিরের নেতারা জানান, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তারা এই প্যানেল ঘোষণা করেছেন।
ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১৮ সদস্যের। কমিটির বাইরে থাকা কর্মীরাও হল সংসদগুলোতে প্রার্থী হতে পারবেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, প্রাথমিকভাবে আমরা প্যানেল ঠিক করেছি, কারা নির্বাচনে লড়বেন। তবে চূড়ান্ত প্যানেল এখনো ঠিক হয়নি।