সাংবাদিক জুলকারনাইন সায়ের তার আজকের এক পোস্টে দাবি করেছেন, ২০২৪ সালের ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসে গিয়ে খুনী জিয়াউল আহসানের সংরক্ষিত সিডি ড্রাইভ উদ্ধার করার সময় সাবেক মেয়র আতিকুল ইসলামকে সরাসরি সহযোগিতা করতে দেখা গেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিনকে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কফিল উদ্দিন তার লোকজন নিয়ে মেয়র আতিককে সেফলি অফিসে নিয়ে যান এবং প্রমাণাদি লুকাতে সহযোগিতা করেন। অভিযোগ রয়েছে, খুনী জিয়াউল আহসানের অপরাধ সংশ্লিষ্ট নথি ও সিডি ড্রাইভ আড়াল করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছিল।
এছাড়া, জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, মেয়র আতিক পালানোর পর উত্তরা ৪ নম্বর সেক্টরে তার প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্লাবের দায়িত্বও গ্রহণ করেন কফিল উদ্দিন। বর্তমানে পুরো অফিসের দায়িত্বভার তার কাছে এবং তিনি নিজেও সেখানেই অবস্থান করছেন।
এই ঘটনার প্রেক্ষিতে দাবি উঠেছে, কফিল উদ্দিনকে আইনের আওতায় এনে খুনী জিয়াউল আহসানের প্রমাণাদি উদ্ধার করতে হবে।