২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ইসরায়েলের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দেশটির জিডিপি ৩.৫ শতাংশ হ্রাস পেয়েছে। এটি ২০২৩ সালের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকোচন। তখন গাজা যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি এক লাফে ২০.৮ শতাংশ কমে গিয়েছিল।
অর্থনৈতিক মন্দার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা। জুন মাসে বাড়তি সংঘাতের কারণে বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, রপ্তানি ও ভোক্তা খরচ কমে যায় এবং নতুন বিনিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।
এর পাশাপাশি, লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে ইলাত বন্দর মাত্র ৩ শতাংশ ক্ষমতায় পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিও ইসরায়েলের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করেছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অব্যাহত সংঘাত ও আঞ্চলিক অস্থিতিশীলতা ইসরায়েলের প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে।