পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক সাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ আদেশ দেয়া হয়।
এতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পিপিপি কর্তৃপক্ষ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ প্রদান করা হল।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।