ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে এই প্যানেল ঘোষণা দেওয়া হয়। প্রথমে এই প্যানেলের নাম ছিল ‘ডিইউ ফার্স্ট’। তবে গতকাল মঙ্গলবার বিকেলে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরা ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি।
তাদের ২৫ সদস্যে এই প্যানেলে ভিপি পদপ্রার্থী হয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। জিএস পদপ্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। এছাড়া এজিএস পদপ্রার্থী হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতেহা শারমিন এ্যানি।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ফারজানা আক্তার মিতু, আন্তর্জাতিক সম্পাদক ইমরান মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহতাসিন বিল্লাহ ইমন, ক্রীড়া সম্পাদক মুহাইমেনুল ইসলাম তকি, ছাত্র পরিবহন সম্পাদক রাশেদ খান আদিব, সমাজসেবা সম্পাদক: মো. ফাইজুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মেহেরিন আফরোজ মাইশাকে মনোনীত করা হয়েছে।
এছাড়া সদস্য পদে মো. গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মো. আব্দুল বাছিত, মো. মোফাজ্জল হোসেন, মনির হোসেন, মো. আবুতালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মো. খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঞাঁ, মো. আকাশ শাহ, মো. ইসমাইল হোসেন ও মাসুম বিল্লাহকে মনোনীত করা হয়েছে।