আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি এবার শিক্ষার্থীদের নিয়ে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে একটি প্যানেল উপস্থাপন করেছে।
ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন আরিফুল্লাহ আদিব (৪৭তম ব্যাচ, ফার্মেসি বিভাগের মাস্টার্স), জিএস পদে মাজহারুল ইসলাম (৪৮তম ব্যাচ, ইংরেজি বিভাগের মাস্টার্স) এবং এজিএস পদে ফেরদৌস আল হাসান (৪৯তম ব্যাচ, প্রত্নতত্ত্ব বিভাগের মাস্টার্স)।
এছাড়া প্যানেলে একাধিক নারী শিক্ষার্থীও অন্তর্ভুক্ত রয়েছে, যা ক্যাম্পাসে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। শিবির নেতাদের মতে, এই প্যানেল গঠনের মাধ্যমে তারা শিক্ষার্থীদের অধিকার, সুশিক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চায়।
বিশ্লেষকরা মনে করছেন, শিবিরের এই প্যানেল ঘোষণার মাধ্যমে আসন্ন জাকসু নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।