ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদের নিচে একটি নতুন সুড়ঙ্গ (টানেল) নির্মাণ করছে ইসরায়েল। জেরুজালেম বিষয়ক বিশেষজ্ঞ ও আল-আকসা বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফাখরি আবু দিয়াব জানিয়েছেন, এই টানেলটি শুরু হচ্ছে আল-বুরাক প্রাঙ্গণ থেকে, মরক্কো গেটের (বাব আল-মাগারিবা) কাছ থেকে এবং পুরনো শহরের প্রাচীরের নিচ দিয়ে মরক্কো ও শরাফ পাড়ার ভেতর দিয়ে গিয়ে জাফা গেট (বাব আল-খালিল) পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
কয়েক মাস ধরে চলা এই প্রকল্পের টানেলের দৈর্ঘ্য প্রায় ৫০০-৫৫০ মিটার, প্রস্থ ৯-১৫ মিটার এবং উচ্চতা কয়েক মিটার। আবু দিয়াবের মতে, এর উদ্দেশ্য হলো দখলদার ইসরায়েলি বসতকারীদের আল-আকসায় সহজে প্রবেশ করানো, যানবাহনের চলাচলের পথ তৈরি করা এবং ইসরায়েলি বর্ণনাকে আরও শক্তিশালী করা।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, খননের সময় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলোকে বিকৃতভাবে ব্যবহার করে ইসরায়েল একটি বাইবেলভিত্তিক খোলা আকাশের জাদুঘর নির্মাণ করতে চায়। এতে করে জেরুজালেমের ইসলামিক ও আরব পরিচয় বদলে ফেলার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে।
এদিকে, এই টানেল খননের কারণে ভূপৃষ্ঠে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বহু ফিলিস্তিনি নাগরিকের বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা নতুন করে ক্ষোভ সৃষ্টি করেছে স্থানীয়দের মধ্যে।