তুরস্কের বন্দর কর্তৃপক্ষ ইসরায়েল-সংযুক্ত জাহাজের ক্ষেত্রে নতুন অনানুষ্ঠানিক শর্ত আরোপ করেছে। শিপিং এজেন্টদের এখন থেকে মৌখিক নির্দেশনায় বলা হচ্ছে, সংশ্লিষ্ট জাহাজগুলোর বিষয়ে লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে এগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সংযোগ নেই এবং সেগুলো ইসরায়েলের উদ্দেশ্যে সামরিক বা বিপজ্জনক কার্গো বহন করছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনা আনুষ্ঠানিক কোনো সার্কুলার আকারে প্রকাশিত হয়নি, তবে এটি তুরস্কের সব বন্দরে কার্যকর করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে চলমান গাজা যুদ্ধের কারণে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে প্রায় ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য স্থগিত করেছিল। নতুন এ পদক্ষেপকে সেই নীতিরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।