ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, জাতীয় ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। বর্তমান প্রজন্মকেও অতীত থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতি বছরের মতো এবারও ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত হয়। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ওপর চালানো হামলা ও দমন-পীড়নের স্মরণে ২০০৮ সাল থেকে এ দিবস পালিত হয়ে আসছে।
সভায় উপাচার্য আরও বলেন, চলমান ডাকসু নির্বাচন আয়োজন যেকোনো দিক থেকে চ্যালেঞ্জিং হলেও জাতি এ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সব প্রস্তুতি এগিয়ে চলছে। প্রার্থীদের সঙ্গেও একাধিকবার আলোচনা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে দায়িত্ব ছেড়ে দিয়ে বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।
কালো দিবসের প্রেক্ষাপট
২০০৭ সালের ২০ আগস্ট বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে সেনা সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে সেনারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং প্রতিবাদ জানাতে গিয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমও লাঞ্ছিত হন। খবরটি ছড়িয়ে পড়লে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে ও সেনা সদস্যদের ক্ষমা চাইতে বাধ্য করার দাবি তোলে। সেনাবাহিনী তাতে সাড়া না দেওয়ায় আন্দোলন তীব্র হয় এবং ২১ আগস্ট ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। নীলক্ষেত, টিএসসি, কার্জন হলসহ বিভিন্ন এলাকায় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শতাধিক শিক্ষার্থী আহত হন। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সেনা ক্যাম্প সরাতে বাধ্য হয় সেনাবাহিনী।
ডাকসু নির্বাচন
এবারের কালো দিবস পালনের সময় পুরো ক্যাম্পাস ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে ছিল। নির্বাচন কমিশনের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৪৬২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।







