ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমা মিডিয়ার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অল্প কয়েক দিনের অভিজ্ঞতায় তিনি বুঝেছেন কীভাবে পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনব্যবস্থা মিডিয়াকে ব্যবহার করে নিজেদের পক্ষে সম্মতি তৈরি করেছিল।
সর্ব মিত্র অভিযোগ করে বলেন, “একটি বামপন্থী মিডিয়ার সব প্রশ্ন ছিল শুধু মুক্তিযুদ্ধ ও পাহাড় নিয়ে। আমার আপত্তি সেদিকে নয়, আপত্তি হলো—ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে তাদের কোনো আগ্রহ ছিল না। তারা বরং আমার মুখ থেকে বিতর্কিত কিছু বের করে আনার চেষ্টা করছিল।”
তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ইচ্ছাকৃতভাবে আমাকে বিতর্কিত করতে চাইলে করুন। আমি বিচলিত বা রাগান্বিত নই, সবকিছু হাসিমুখে সহ্য করছি। তবে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম, আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন।”
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সাংবাদিকতার স্বচ্ছতা বনাম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্নবাণের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখছেন।







