ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ বুধবার হাসপাতালে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেঘমল্লার বসুর সঙ্গে দেখা করেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ফরহাদ লেখেন— “মেঘ দা, আপনি সুস্থ হয়ে দ্রুতই রাজনীতির ময়দানে ফিরে আসুন। আমাদের মাঝে মতের বৈচিত্র্য থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লড়াইটা আমাদের সবার।”
তার এই বার্তা ও উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ভিন্ন মত ও আদর্শ থাকলেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণই রাজনীতিতে ইতিবাচক বার্তা দেয়।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের মেলবন্ধনই দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।