বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, আর হল সংসদের ১৮টি হলে লড়ছেন এক হাজার ৩৫ জন প্রার্থী। ফলে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হয়েছে।