ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ১২টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) প্রায় আড়াই গুণ বেশি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের চেয়ে এগিয়ে আছেন।
ঘোষিত ফল অনুযায়ী, সাদিক কায়েম পেয়েছেন মোট ১২ হাজার ১০৬ ভোট এবং আবিদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট। অন্যদিকে জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান।
হলভিত্তিক ফলাফলে দেখা গেছে, শামসুন্নাহার, মুহসীন, এফ রহমান, রোকেয়া, এসএম, জহুরুল হক, জগন্নাথ, শহীদুল্লাহ, কার্জন, ফজলুল হক মুসলিম, অমর একুশে ও সুফিয়া কামাল হলে ভোট গণনা সম্পন্ন হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ভোর সাড়ে ৪টা পর্যন্তও ঘোষণা করা হয়নি।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন।