ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বড় ধরনের জয় পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই ফল মূলত শিক্ষার্থীদের দলীয় হস্তক্ষেপ ও বিভাজনমূলক রাজনীতি প্রত্যাখ্যানের প্রতিফলন।
জয়ের পেছনে কয়েকটি বড় কারণ দেখা যাচ্ছে—
শিবির তাদের প্রার্থী নিজেরাই মনোনয়ন দিয়েছে, বিএনপি-ছাত্রদল সরাসরি দলীয় প্রভাব খাটিয়েছে।
প্যানেলে নারী ও হিন্দু শিক্ষার্থী অন্তর্ভুক্ত করায় শিবির “ঐক্যের প্রতীক” হিসেবে আস্থা অর্জন করেছে।
প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর বিভক্তি ও নেতিবাচক প্রচারণা শিক্ষার্থীরা গ্রহণ করেনি।
জুলাই বিপ্লবের পর “রাজাকার-ট্যাগ” রাজনীতিকে ছাত্ররা প্রত্যাখ্যান করেছে।

শিক্ষার্থীদের মন্তব্য—“আস্থা অর্জন করতে পেরেছে এই জোট। এখন তাদের প্রতিশ্রুতি পূরণের লড়াইয়ে নামতে হবে।”
বিশ্লেষকদের মতে, এই জয় ক্যাম্পাসের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলো।