ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও স্বতন্ত্র প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে ‘ট্যাগের রাজনীতি’র ভরাডুবি ঘটেছে। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা জানান, নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সব অংশগ্রহণকারীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। শিবিরের বড় বিজয় নিয়ে নানা আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, হাসিনার সময়ে ‘শিবির ট্যাগ’ দিয়ে অসংখ্য কর্মী ও সাধারণ ছাত্রকে অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সন্দেহভাজন হিসেবে পেটানো ও পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও ছিল নিয়মিত।
এই অন্যায়ের বিরুদ্ধে তিনি নিয়মিত প্রতিবাদ করেছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, নানা হুমকি ও আক্রমণ সত্ত্বেও কখনো থামেননি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি এ বিষয়কে কেন্দ্র করে ‘আমি আবুবকর’ নামের একটি উপন্যাস লিখেছিলেন, যা এক বইমেলাতেই ১১ বার পুনর্মুদ্রণ করতে হয়েছিল। তখন এর কারণ বোঝেননি, এখন তা পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শিবির নেতাদের উদ্দেশে তিনি বলেন, গণঅভ্যুত্থানকারী সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা, বিশেষত আবাসিক শিক্ষার্থীদের গুরুতর সংকট সমাধানে এগিয়ে আসার অনুরোধ জানান।
তিনি স্মৃতিচারণ করে বলেন, সলিমুল্লাহ হলে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে ভেতরে বস্তির মতো অবস্থা, ভাঙা আসবাব, নোংরা ক্যান্টিন আর অস্বস্তিকর আবাসিক কক্ষ দেখে খারাপ লাগত। আশা করি, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে অন্তত এসব সমস্যার সমাধান হবে।
আপনি কি চান আমি এটাকে আরও সংক্ষিপ্ত সংবাদ প্রতিবেদন আকারে সাজাই, নাকি বিস্তারিত ফিচার স্টাইল বজায় রাখব?